• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

অনন্য উচ্চতায় সাকিব

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৯  

টি-টোয়েন্টিতে মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান। ম্যাচজয়ী এ ইনিংস খেলার মধ্যে দিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে দুটি রেকর্ড গড়েছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

শনিবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটিংয়ে নামার আগে দেড় হাজার রানের মাইলফলক স্পর্শ করতে সাকিবের প্রয়োজন ছিল মাত্র ৩ রান। এদিন তিনি সংগ্রহ করেন ৭০ রান। এই রান সংগ্রহের মধ্য দিয় টি-টোয়েন্টিতে ১৫০০ রান সংগ্রহের মাইলফলক স্পর্শ করলেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

সাকিবের আগে দেশসেরা ওপেনার তামিম ইকবাল এই রেকর্ড গড়েছেন। বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে দ্বিতীয় আর বিশ্বের ২৬তম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০০ রান সংগ্রহ করেছেন সাকিব।

শুধু তাই নয়! চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের আগের তিন খেলায় ব্যর্থ সাকিব এদিন বল হাতেও সাফল্য পান। ৪ ওভারে ২৪ রান দিয়ে ১ উইকেট শিকার করেন। আর এক উইকেট শিকারের মধ্য দিয়ে টি-টোয়েন্টিতে চতুর্থ বোলার হিসেবে ৩৫০ উইকেট শিকারের কীর্তিও গড়েন সাকিব।