• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

এক সাথে ৭ ফোন আনছে নকিয়া

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৯  

একটি-দুটি না দেশের বাজারে এক সঙ্গে ৭টি মডেলের হ্যান্ডসেট আনার ঘোষণা দিয়েছে নোকিয়া। এগুলোর মধ্যে দুইটি স্মার্টফোন আর বাকি পাঁচটি ফিচার ফোন।

বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেয় নকিয়ার মালিকানাধীন প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল। এ সময় ডিভাইসগুলোর বিভিন্ন ফিচার তুলে ধরেন এইচএমডি গ্লোবালের প্যান এশিয়া অঞ্চলের প্রধান রাভি কুনওয়ার।

অনুষ্ঠানে জানানো হয়, ১২ সেপ্টেম্বর থেকেই বাজারে পাওয়া যাবে ফিচার ফোন নকিয়া-১০৫। সিঙ্গেল সিমের ফোনটির দাম পড়বে এক হাজার ৩৯৯ টাকা আর ডুয়েল সিমের এক হাজার ৪৯৯ টাকা।

এছাড়া, দুই হাজার ৯৯ টাকার নোকিয়া-১১০ পাওয়া যাবে অক্টোবরের প্রথম সপ্তাহে। ওশেন ব্লু এবং ব্ল্যাক রঙে পাওয়া যাবে ডিভাইসটি। একই সময়ে বাজারে আসবে নকিয়া-২২০। ফিচার ফোন হলেও এটি ফোরজি নেটওয়ার্ক সমর্থন করবে। মডেলটির দাম ধরা হয়েছে তিন হাজার ৯৯৯ টাকা।

ফোরজি প্রযুক্তি আকর্ষণীয় ফিচার ফ্লিপ সুবিধা সম্পন্ন নকিয়া-২৭২০ বাজারে আসবে নভেম্বরের প্রথম সপ্তাহে। এটির দাম নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৫০০ টাকা।

১০ হাজার ২৫০ টাকায় পাওয়া যাবে নকিয়া-৮০০। ওয়াটার প্রুফ, টেকসই ও স্থায়ীত্ব এবং দীর্ঘ ব্যাটারি সম্পন্ন নোকিয়া-৮০০ পাওয়া যাবে ডিসেম্বরের শুরুতে।

 

 

ফিচার ফোনগুলোর দাম জানানো হলেও উন্মোচন করা স্মার্টফোন দুটির দাম জানায়নি নির্মাতা প্রতিষ্ঠান এইচএমডি। এরমধ্যে ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা এবং দুই দিনের ব্যাটারি লাইফ থাকছে নকিয়া ৭.২-এ। অন্যদিকে এইচডিআর এবং পিওর ডিসপ্লে নিয়ে থাকছে নকিয়া ৬.২।

অনুষ্ঠানে রাভি কুনওয়ার বলেন, বিগত বছরগুলোতে গ্রাহকের কাছ থেকে পাওয়া সমর্থন বাংলাদেশকে আমাদের কাছে বিশেষ বাজার হিসেবে দাঁড় করিয়েছে। আমাদের নতুন ডিভাইসগুলোতে গ্রাহকদের দারুণ অভিজ্ঞতা হবে। নকিয়ার ফোন সুরক্ষিত রাখার প্রতিশ্রুতির অংশ হিসেবে গ্রাহকেরা পাবেন তিন বছরের সিকিউরিটি প্যাঁচ এবং দুই বছরের অপারেটিং সিস্টেম আপডেট।

বাংলাদেশের এইচএমডি গ্লোবালের বিজনেসের প্রধান ফারহান রশিদ বলেন, ফিচার ফোনের সেরা ব্র্যান্ড হিসেবে আমরা আমাদের গ্রাহকদের বিভিন্ন চাহিদা মেটাতে ডিজাইন, ফর্ম-ফ্যাক্টর এবং কার্যকারিতায় নতুনত্ব আনতে অবিরত নতুন প্রযুক্তি নিয়ে আসছি। বিশ্বজুড়ে নোকিয়া-১০৫ কয়েক মিলিয়ন বিক্রি হওয়াই প্রমাণ করে এ ফোনের জনপ্রিয়তা এবং শ্রেষ্ঠত্ব। মোবাইল ফোনের জগতে বর্তমান সময়ের চাহিদা মাথায় রেখে গ্রাহকদের জন্য ডিজাইন করা একটি চতুর্থ প্রজন্মের ফিচার ফোন এটি। বর্তমানে নকিয়া গ্লোবাল মার্কেটে শীর্ষ দশে চলে এসেছে। একই সাথে বাংলাদেশে ফিচার ফোনে শীর্ষ পাঁচ ব্র্যান্ডের একটি নকিয়া।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল কবির ও এইচএমডি গ্লোবাল বাংলাদেশের মার্কেটিং লিড ইফফাত জহুর।