• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

কবি আল মাহমুদকে

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৮  

ক্রুর হাসির ভিড়ে
ভাদুগড়ীরে খুঁজে ফিরে
লোকালয় থেকে লোকালয়ে।

হে কবি
তোমার প্রত্যাবর্তনের লজ্জা আমার অহংকার
বাক ঘুরিয়ে জাতিকে দিয়েছে পথের দিশা।
ভেজা নীলাম্বরী কিংবা নীলিমা
বিশ্বাসের মলাটে একেছে প্রচ্ছদপট।
সতেজ প্রানে মুকুন্দরামের রক্তস্নাত বন্য বালিকা
একেছিল এক পৃথিবীর নকশা।
চাদরে ঢেকে আজও বিলায় ভার্সিটির লাউ।
হে কবি
বিস্ময়ভরা চোঁখে খুঁজে ফিরে
জন্ম - জন্মান্তরে বাংলা সাহিত্যের পরতে পরতে
আহা কি লাবন্য!
রসেভরা ছন্দ তুমি একেছিলে
নীল আকাশের এক অজানা পথ
আজও তোমাকে খুঁজে সে পথে।
হে কবি
তোমার বিশ্বময়ী
লক্ষ ললনার কল্পিত রুপছবি
প্রেমাতুর কবির ভাবনার সত্য ভাষন
আগত সতীর্থগন অবগাহন করে
অতিক্রম করবে হাজারও বছর।
হে কবি
তোমার অব্যক্ত উচ্চারন
কাধে নিয়ে যুগ- যুগান্তরে
সৃষ্টি উল্লাসে মেতে উঠবে হাজারও হারাধন।
হে কবি
তোমার শহীদি স্মারক
লক্ষ যুবকের শিহরিত উচ্চারন
লক্ষ্যভ্রষ্ট পথিকের আশ্রয়স্হল।
সোনালী পথে হেটেছিলে তুমি
জ্বালিয়ে দিয়েছ জয়ের নিশান।