• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

করোনায় আক্রান্ত রিয়াল ফরোয়ার্ড

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ জুলাই ২০২০  

চ্যাম্পিয়ন হয়ে লা লিগা দারুণভাবে শেষ করেছে রিয়াল মাদ্রিদ। এবার জিদান-শিষ্যদের মিশন চ্যাম্পিয়নস লিগ। তবে এর আগেই বড় দুঃসংবাদ পেল স্প্যানিশ চ্যাম্পিয়নরা। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দলটির ফরোয়ার্ড মারিয়ানো দিয়াস।

রিয়ালের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘গতকাল রিয়াল মাদ্রিদ ফার্স্ট টিমের সবার করোনা পরীক্ষা করা হয়েছিল। এরপর মারিয়ানো দিয়াসের ফল এসেছে পজিটিভ। খেলোয়াড়ের সুস্থ্য আছেন এবং আইসোলেশনের নিয়ম অনুসরণ করছেন।’

লা লিগা শেষ হয়ে গেলেও স্প্যানিশ চ্যাম্পিয়নদের মৌসুম এখনও শেষ হয়নি। চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচ বাকি আছে তাদের। আগস্টের ৭ তারিখ সিটির বিপক্ষে ম্যাচের জন্য স্কোয়াডে দিয়াসকে রাখা হবে না জানিয়েছে রিয়াল।

রিয়াল মাদ্রিদের ফার্স্ট টিম স্কোয়াডের এই প্রথম কোনো খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত হলেন। মার্চের মাঝামাঝি সময়ে বাস্কেটবল দলের একজন খেলোয়াড় করোনায় আক্রান্ত হওয়ার পর লকডাউন করে দেওয়া হয়েছিল রিয়ালের ট্রেনিং কমপ্লেক্স।