• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

গাইবান্ধায় সড়ক দূর্ঘটনায় নিহত-৩ 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ জুলাই ২০২০  

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যান ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৬ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) সকালে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার নুনদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রংপুরের গঙ্গাচড়া উপজেলার কিশমতপুর গ্রামের মল্লিক আলীর ছেলে সাহেব মিয়া (৩০), সমতপুর গ্রামের তোফায়েল আহম্মেদের ছেলে কাজল মিয়া (৩২) ও পীরগঞ্জ উপজেলার বানেস্বর গ্রামের মোশারফ হোসেনের ছেলে আশিকুর রহমান (৫৬)।

স্থানীয়রা জানান, সকালের দিকে একটি প্রাইভেট কার বগুড়ার দিকে যাচ্ছিল। এ সময় অপর একটি কাভার্ডভ্যানের যাত্রী রংপুরের দিকে রওনা হয়। এতে নুনদহ এলাকায় পৌঁছালে ওই গাড়ী দুটির মুখোমুখি সংঘর্ষ বাধে। এ ঘটনায় কাভার্ডভ্যানের ৩ যাত্রী নিহত ও ৬ যাত্রী আহত হন।

গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপপরিচালক এনামুল হক জানান, সকালের দিকে দুর্ঘটনার খবর পেয়ে গোবিন্দগঞ্জ ও গাইবান্ধা ফায়ার সার্ভিসের ২টি দল হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযানে অংশ নেয়। এসময় দুর্ঘটনা কবলিত বন্ধ থাকা কাভার্ডভ্যানের মধ্যে মৃত অবস্থায় ৩ জনকে ও আহত অবস্থায় ৬ জনকে উদ্ধার করা হয়।