• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

গাজীপুরের নতুন বাজারে আগুন

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০১৮  

গাজীপুরের নতুন বাজার এলাকায় বুধবার রাতে অগ্নিকাণ্ডে ১৬টি ঘর ও চারটি দোকান পুড়ে গেছে। গাজীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন বলেন, রাত মহানগরের শরিফপুররোডে নতুন বাজার এলাকার মাহমুদা আলমের মালিকানাধীন টিনের দোকানঘরে আগুন লাগে। মুহুর্তে আগুনের শিখা বসতঘর ও দোকানে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় মাহমুদা আলমের দুটি দোকান ও ১০টি বসতঘর এবং পারুল বেগমের দুটি দোকান ও ৬টি বসতঘরসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেন।

এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৩০ লাখ টাকার মালামাল উদ্ধার করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।