• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ঝাল ভাপা পিঠা

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৯ নভেম্বর ২০১৮  

হেমন্তের শেষের দিকে চারদিকে একটা শীত শীত আমেজ। শীত এলো বলে আর শীত মানেই নানা স্বাদের হরেক রকম পিঠার ধুম। পিঠা ছাড়া শীতের পরিপূর্ণতা অসম্ভব। আর ভাপা পিঠা হলে তো কথাই নেই। জেনে নিন সহজেই ঘরে কীভাবে তৈরি করবেন ভিন্ন স্বাদের ঝাল ভাপা পিঠা-

উপকরণ: চালের গুঁড়ো ৪ কাপ, গাজর কুচি ১ বা ২টি, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, লবণ ১ চা চামচ, বাঁধাকপি ঝুরি করে কাটা ১ টেবিল চামচ, পনির কুচি ১/৪ কাপ, পানি পরিমাণমতো

প্রস্তুত প্রণালী: আধা কাপ পানি ও লবণ দিয়ে চালের গুঁড়ো মাখিয়ে চালনি দিয়ে গুঁড়ো চেলে নিন। বাঁধাকপি, গাজর, কাঁচামরিচ, পনির চালের চালের গুঁড়োতে মেশান। এরপর এক কাপ আটা পানি দিয়ে মেখে রুটির মতো গোলা তৈরি করুন। পানি ভর্তি পাতিলের উপরে ভাপা পিঠা বানানোর মতো ফুটোওয়ালা ঢাকনা বসিয়ে, ঢাকনার চারপাশে মাখানো আটা দিয়ে আটকে দিন। পাতিলের এক চতুর্থাংশ অংশ পানি দিয়ে আঁচ দিয়ে বসান।

এবার সবজি মেশানো চালের গুঁড়ো বাটিতে সাজিয়ে পাতলা কাপড় দিয়ে ঢেকে উপুড় করে বসিয়ে দিন। বাটি তুলে নিন। কাপড়টা মুড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখুন। ১ মিনিট পর ঢাকনা সরিয়ে কাপড়সহ ভাপা পিঠা তুলে নিন। পিঠা তুলে কাপড় থেকে ছাড়িয়ে গরম গরম পরিবেশন করুন। সবজি ছাড়াও ভাপা পিঠা মাছ মাংস ডিমের কিমা দিয়েও তৈরি করা যায়। ঝাল ভাপা পিঠা ভাজা মাংস দিয়ে খেতে বেশি ভালো লাগে।