• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ডিমলায় আইনশৃঙ্খলা কমিটির সভা

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৮ নভেম্বর ২০১৮  

(৮ নভেম্বর) বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আইন-শৃংখলা, চোরাচালান প্রতিরোধ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, নারী শিশু নির্যাতন প্রতিরোধ এবং ভোক্তা অধিকার সংরক্ষন কমিটি সমুহের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোছা: নাজমুন নাহার মুনের সভাপ্রতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, উপজেলা স্বাস্থ্য অফিসার ডাক্তার নিরঞ্জন রায়, সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আইন-শৃংখলা কমিটির সকল সদস্য, উপজেলা কৃষি অফিসার সেকেন্দার আলী, উপজেলা প্রকৌশলী আবু জাফর মো: সালেহ্, উপজেলা সমাজসেবা অফিসার (অ:দ:) ফরহাদ হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হালিম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা- রেজাউল হাসান, উপজেলা পরিচালন উন্নয়ন প্রকল্পের সহায়ক বিভা রায়, ডিমলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পূর্ব ছাতনাই ইউপি চেয়ারম্যান, আব্দুল লতিব খান, বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূইয়া, খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন, খালিশা চাপানী ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, ঝুনাগাছ চাপানী ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান সরকার, নাউতারা ইউপি চেয়ারম্যান ছাইফুল ইসলাম লেলিন সহ স্থানীয় সাংবাদিকগণ।

উপজেলা নির্বাহী অফিসার সভায় উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে উক্ত কমিটির সভার কার্যবিবরণীর সাথে আরো একটি নতুনভাবে গ্রাম আদালত সংক্রান্ত কমিটি সংযুক্ত করে ঘোষনা দেন।