• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ডিমলায় কৃষি যন্ত্রপাতি বিতরণ 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ মার্চ ২০২১  

নীলফামারীর ডিমলা উপজেলায় ৬৪টি কৃষক গ্রুপের মাঝে বিনামূল্যে ধান গম, সরিষা মাড়াই কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।

বৃহস্পতিবার(১১ মার্চ/২০২১) বেলা ১১টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীন উন্নয়ন প্রকল্পের আওতায় ওই কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন নীলফামারী-১আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার। 

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নীরেন্দ্র নাথ রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়শ্রী রানী রায়, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার ও প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। 

কৃষি যন্ত্রপাতি পেয়ে কৃষকদেরকে আনন্দিত হতে দেখা যায়। তারা বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে কৃষকদের কোন ধরণের সংকটে পড়তে হয় না। সংকট শুরুর আগেই মোকাবেলা করতে পারা আওয়ামীলীগ সরকারের একটি গুণ।