• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

ডোমারে গৃহবধূর মরদেহ উদ্ধার 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২০  

নীলফামারীর ডোমার উপজেলায় সুরাইয়া আক্তার ওরফে নাজমুন নাহার (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার(১৮ নভেম্বর/২০২০) রাতে লাশটি উদ্ধার করে পুলিশ।

ওই গৃহবধু উপজেলার হরিণচড়া ইউনিয়নের খানাবাড়ী এলাকার আবু সাঈদের স্ত্রী ও নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে। 

আজ বৃহস্পতিবার(১৯ নভেম্বর/২০২০) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠায়। আজ বৃহষ্পতিবার বিকালে ডোমার থানায় হত্যার সন্দেহে একটি লিখিত অভিযোগ করে সুরাইয়ার বাবা। 

জানা যায়, সুরাইয়া আক্তার ও  আবু সাঈদের সাথে ৯ মাস আগে আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়েছিল। স্বামী স্ত্রীর কলহে ওই গৃহবধু রাতে গলায় দড়ি দিয়ে আতœহত্যা করে বলে স্বামীর পরিবার দাবি করেছে। 

ডোমার থানা ওসি মোস্তাফিজার রহমান জানান, ঘটনাটি রহস্যজনক হওয়ায় গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলার মর্গে লাশের ময়না তদন্ত করা হয়। ময়না তদন্তের ভিসেরা রিপোর্ট আসার পর হত্যা না আত্মহত্যা তা জানা যাবে।