• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

তাড়াতাড়ি মোবাইল চার্জের ৮ নিয়ম

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮  

তাড়াতাড়ি মোবাইল চার্জের ৮ নিয়ম

সাধারণত নতুন মোবাইলের চার্জিং নিয়ে তেমন সমস্যা না হলে ও মোবাইলের বয়স একটু বেশি হলে চার্জিং এর সমস্যা দেখাদেয়। ব্যাটারি চার্জ হতে অনেকটা সময় নষ্ট হয়ে যায়। আবার বেশি সময় চার্জ থাকে ও না। তাই  আমাদের জানা প্রয়োজনকিভাবে মোবাইল ফোনে দ্রুত চার্জ করা যায়?

চার্জ করার সময় যা করলে মোবাইলে দ্রুত চার্জ করা যায় তা জেনে নিনঃ

(১) প্রথমত মোবাইল ফোনটি চার্জ করার সময় আপনি মোবাইলে পাওয়ার সেভিং বা ব্যাটারি সেভিং মোডটি অন করে দিন। এতেমোবাইল ফোনে দ্রুত চার্জ করা যেতে পারে।

(২) তারপর যদি সম্ভব হয় তবে মোবাইল ফোনে ফ্লাইট মোডটি অন করে দিন। এতে করে আপনার মোবাইলের সকল প্রকার আউটগোয়িং(Out Going),  ইনকামিং কল,  ইন্টারনেট, জিপিএস সব কিছুই বন্ধ থাকবে। ফলে মোবাইল ফোন দ্রুত চার্জ হবে।

(৩) মোবাইল ফোন যে স্থানে চার্জিং করবেন খেয়ার রাখবেন সেই স্থানটি খুব গরম কিংবা খুব ঠান্ডা কিনা। খুব গরম কিংবা খুবঠান্ডা হলে মোবাইল ফোন চার্জ হতে বেশি সময় নিতে পারে। কারণ, অতিরিক্ত তাপমাত্রায় মোবাইল ফোন ও গরম হয়ে উঠে।ফলে চার্জ হতে অনেক সময় নেয়।

(৪)মোবাইলটি নিয়মিত আপডেট করতে হবে। কারণ,মোবাইল পুরনো হলে এমনিতেই মোবাইলের সকল কার্য স্রো হয়ে যায় তাইনিয়মিত মোবাইল আপডেটের ফলে মোবাইলের ব্যাটারি ও ভালো থাকে। ফলে মোবাইলটি দ্রুত চার্জ হয়।

(৫) কম্পিউটার কিংবা ওয়ারলেসের সাহায্যে চার্জিং হতে বিরত থাকুন। কেননা এতে মোবাইল চার্জ হতে অনেক সময় লাগে।

(৬) ভালো মানের ব্র‍্যান্ডের চার্জার ব্যবহার করতে পারেন। এতে মোবাইলটি দ্রুত চার্জ হয়। চার্জার চয়েচ এর ক্ষেত্রে একই ব্র্যান্ডঅর্থাৎ মোবাইল ফোন যে ব্র্যান্ডের সেই ব্র্যান্ডের চার্জারও নেয়া উচিৎ।

(৭) প্লাগ পয়েন্ট হতে মোবাইলট চার্জিং করুন। কারণ এতে মোবাইল ফোনটি খুব দ্রুত চার্জিং হয় এবং অনেক সময় পর্যন্ত চার্জথাকে।

(৮) সম্ভব হলে মোবাইল ফোনটি বন্ধ রেখে চার্জিং করুন। এতে সকল অপশান বন্ধ থাকায় দ্রুত মোবাইলটি চার্জ হবে।

উক্ত উপায়গুলোর মাধ্যমে আপনি আপনার মোবাইলে দ্রুত চার্জ করতে পারেন।