• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

নিরাপদ সবজি উৎপাদনে কর্মশালা

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০১৯  

মান সম্মত বীজ ও রপ্তানিমুখী নিরাপদ বিষমুক্ত সবজি উৎপাদন বিষয়ক দিন ব্যাপী কর্মশালা হযেছে ঠাকুরগাঁওয়ে।  রবিবার বড়দেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ জাতীয় কৃষিপদক প্রাপ্ত পরিষদ এই কর্মশালার আয়োজন করে। 

কর্মশায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আফতাব হোসেনের সভাপতিত্বে বক্তব্যদেন-পুলিশ সুপার মনিরুজ্জামান, বাংলাদেশ কৃষি পদক প্রাপ্ত পরিষদের মহাসচিব বকুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মেহেদী  আহসান উল্লাহ প্রমুখ। 

কর্মশালায় মান সম্মত বীজ ও নিরাপদ সবজি উৎপানে বেশ কিছু সাপারিশ মালা ও কলা কৌশল উপস্থাপন করা হয়।  সদর উপজেলার ৫০জন কৃষক কর্মশালা্শায় অংশ নেন। 

পরে অতিথিরা কৃষিতে জাতীয় পদক প্রাপ্ত মেহেদী  আহসান উল্লাহ বিষ মুক্ত সবজি ক্ষেত পরিদর্শন করেন এবং চা বাগানে চারা লাগিয়ে উদ্বোধন করেন।