• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

নীলফামারীর এক দশকের উন্নয়ন

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৮ নভেম্বর ২০১৮  

নীলফামারী জেলা তথ্য অফিসের আয়োজনে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগনকে অবহিতকরণ, উব্দুদ্ধকরণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করনের লক্ষ্যে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৬ নভেম্বর) দুপুরে তথ্য অফিসের হলরুমে জেলায় কর্মরত বিভিন্ন ইলেট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীদের ব্রিফিং করেন জেলা তথ্য কর্মকর্তা মামুন অর রশিদ। এ ছাড়াও উপস্থিত ছিলেন সহকারী জেলা তথ্য কর্মকর্তা প্রকাশ চন্দ্র রায়।

ব্রিফিং এ জানানো হয়, গত এক দশকে ছয়শ’৯০ কিলোমিটার রাস্তা পাকা করা হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে আড়াই কোটি বই বিনামুল্যে করা হয় বিতরন। ১৯টি ব্রীজ, ৩৫টি কমিউনিটি ক্লিনিক, বেসরকারী মাধ্যমিক স্কুল কলেজে ৬১টি ভবন, ৩৪টি স্থাপনা, সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তিনশ’৮৯ টি ভবন নির্মান করা হয়েছে।

পানির উৎস স্থাপন করা হয়েছে ছয় হাজার তিনশ’ ১২টি ও পানির পাইপ ৬০কিলোমিটার। এক হাজার ৭১টি সরকারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দেয়া হয়েছে মাল্টিমিডিয়া সামগ্রী।