• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পাকিস্তানের টেস্ট দলে আফ্রিদি...

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৮  

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তিন ম্যাচের সিরিজ হলেও প্রথম দুই টেস্টের জন্য দল দিয়েছে তারা। আর সে দল থেকে বাদ পড়েছেন বাঁহাতি পেসার আমির, ডাক পেয়েছেন শাহিন আফ্রিদি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর উদ্দীপ্ত পাকিস্তান। দীর্ঘদিন উইকেট খরায় ভুগতে থাকা আমির বাদ পড়েছেন। সীমিত ওভারের ক্রিকেটে দারুণ পারফর্মের পুরষ্কার হিসেবে দলে জায়গা পেলেন ১৮ বছর বয়সী বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। দলে তার সঙ্গী আরেক নতুন মুখ সাদ আলি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেকে ৯৪ ও ৬৬ রানের দুটি ইনিংস খেলা বাঁহাতি ওপেনার ফখর জামানকে বিশ্রাম দেওয়া হয়েছে। বিশ্রাম পেয়েছেন লেগ স্পিনার শাদাব খানও।

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো খেলার পুরস্কার পেয়েছেন ২৫ বছর বয়সী টপ অর্ডার ব্যাটসম্যান সাদ। পাকিস্তান ‘এ’ দলের হয়ে নিউ জিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে কদিন আগে আনঅফিসিয়াল টেস্টে খেলেছিলেন ১৪৪ রানের ইনিংস।

১৬ নভেম্বর আবু ধাবিতে শুরু হবে প্রথম টেস্ট। দুবাইয়ে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৪ নভেম্বর। ৩ ডিসেম্বর আবু ধাবিতে শুরু হবে তৃতীয় ও শেষ টেস্ট।

টেস্টের পাকিস্তান দল: মোহাম্মদ হাফিজ, ইমাম-উল-হক, আজহার আলি, আসাদ শফিক, হারিস সোহেল, বাবর আজম, সাদ আলি, সরফরাজ আহমেদ (অধিনায়ক, উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, ইয়াসির শাহ, বিলাল আসিফ, মোহাম্মদ আব্বাস, হাসান আলি, মির হামজা, শাহিন শাহ আফ্রিদি।