• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৪ আগস্ট ২০১৯  

ইংল্যান্ডে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটের চলতি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে জুনিয়র টাইগারদের প্রতিপক্ষ ভারত। সিরিজের নবম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে সিরিজের চূড়ান্ত লড়াইয়ের টিকিট নিশ্চিত করেছে তারা। এর আগেই ফাইনাল নিশ্চিত করে রেখেছে বাংলাদেশ। 

শনিবার ক্লেমসফোর্ডের কাউন্টি গ্রাউন্ডে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে ভারত। ৮১ বল হাতে রেখে ৯ উইকেটে জয়ের জন্য ২০৫ রানের লক্ষ্যে পৌঁছে যায় তারা।

ছয় ম্যাচে দলটির পয়েন্ট ৭। সমান ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশ। ১১ আগস্ট ব্রাইটনে সিরিজের ফাইনালে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-বাংলাদেশ।

ত্রিদেশীয় সিরিজের ফাইনালের আগে আরো দুইটি ম্যাচ খেলবে জুনিয়র টাইগাররা। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ৫ আগস্ট এই সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ। আর ভারতের সঙ্গে মুখোমুখি হবে ৭ আগস্ট।