• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

ফুলবাড়ীতে মাদক সহ গ্রেফতার ৩

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০১৯  

কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা ও ১৮ বোতল ফেনসিডিল সাথে স্বামী-স্ত্রী সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

পুলিশ সুত্রে জানা গেছে, থানা পুলিশ শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আছিয়ার বাজার এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী রংপুর জেলার পীরগাছা উপজেলার চাওলা ইউনিয়নের জুয়ানের চর গ্রামের আব্দুল কাদেরের ছেলে তারা মিয়া (৩৫) ও তার স্ত্রী ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের খলিশাকোটাল গ্রামের শহিদারের মেয়ে রেহেনা বেগমকে (২৮) মোটর সাইকেলের গতিরোধ করে তিন কেজি গাঁজাসহ তাদের আটক করে।

অন্যদিকে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বোর্ডেরহাট এলাকা থেকে ১৮ বোতল ফেনসিডিলসহ রংপুর জেলার পীরগাছা উপজেলার আদম পাড়া গ্রামের মৃত আবুলের ছেলে শেখ ফরিদকে (৪৫) আটক করে থানায় নিয়ে আসে। শেখ ফরিদ পীরগাছা মহিলা কলেজের ইতিহাস বিষয়ের প্রভাষক।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুহাদ রূহানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ মামলা দায়ের হয়েছে।