• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

রংপুরে আরো ৫ জনের করোনা জয়

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ মে ২০২০  

রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে সুস্থ হয়ে আরও পাঁচজন বাড়ি ফিরেছেন। রোববার ( ২৪ মে) দুপুরে করোনামুক্ত হওয়ায় ওই পাঁচজনকে ছাড়পত্র প্রদান করা হয়।

তারা হলেন- রংপুর সিটি কর্পোরেশনের আনসার সদস্য সিরাজুল ইসলাম (২৫), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়ার স্টাফ নার্স ভারতী রাণী (৫৫), লিফটম্যান জাকির হোসেন (৩৭) এবং পুলিশ সদস্য তসর আলী (৩৫) ও শাহরিয়ার (২৮)।

হাসপাতাল থেকে বিদায় নেয়ার সময় হাসপাতালের তত্ত্বাবধায়কসহ চিকিৎসকরা তাদেরকে শুভেচ্ছা জানান। এ নিয়ে মোট ৫২ জন এই হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরলেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এসএম নূরুন নবী জানান, সিরাজুল ১৩ মে, ভারতী রাণী ১৪ মে, জাকির হোসেন ১৫ মে এবং তসর ও শাহরিয়ার ১৭ মে করোনায় আক্রান্ত হয়ে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে ভর্তি হন। তাদের শরীরে উপসর্গ না থাকায় এবং পরপর দুইবার নমুনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট পাওয়ায় রোববার দুপুর ১২টার দিকে তাদেরকে ছাড়পত্র দেয়া হয়েছে।

এ নিয়ে মোট ৫২ জন এই হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরলেন। এ পর্যন্ত দুইজন মৃত্যুবরণ করেছেন। বর্তমানে হাসপাতালে ৩৮ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান এই চিকিৎসক কর্মকর্তা।