• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

রংপুরে পালিত হলো বিশ্ব ডিম দিবস

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৯  

শুক্রবার (১১ অক্টোবর) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রংপুরেও পালিত হল বিশ্ব ডিম দিবস।

এ উপলক্ষে শুক্রবার সকালে একটি শোভাযাত্রা বের হয়। পরে স্থানীয় টাউন হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম।

অনুষ্ঠানে তিনি বলেন, মেধাবী জাতি গঠনে ডিম পুষ্টি চাহিদা পূরণ করছে। ডিমের উৎপাদন ও চাহিদা অনুযায়ী খাদ্য হিসাবে সরবরাহ বৃদ্ধিতে সচেতনতা তৈরীর ওপর জোর দেন তিনি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী এবং রংপুর পোল্ট্রি মালিক সমিতির সভাপতি আকবর হোসেন বক্তৃতা করেন। জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুর রহমান এতে সভাপতিত্ব করেন।