• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

রংপুরে ৩৩টি ওয়ার্ডে ঈদের জামাত

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১১ আগস্ট ২০১৯  

রংপুর মহানগরীর ৩৩টি ওয়ার্ডে ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য ঈদগাহ প্রস্তুত। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সকাল সাড়ে ৮টায় কালেক্টরেট ঈদগাহে প্রধান জামাত হবে।

বৃষ্টি হলে কালেক্টরেট মসজিদে জামাত হবে। সেখানে রংপুর বিভাগীয় কমিশনার, ডিসি, এসপি, রাজনৈতিক নেতাসহ মুসল্লিরা নামাজ আদায় করবেন।

এছাড়া পুলিশ লাইনস স্কুল মাঠে সকাল সাড়ে ৭টা, মুলাটোল হাফেজিয়া মাদরাসা মাঠ ও মুন্সিপাড়া ঈদগাহে সকাল ৯টায়, কেন্দ্রীয় বাস টার্মিনাল মসজিদ, সদর উপজেলা পরিষদ মাঠ ও মাহিগঞ্জ শাহী মসজিদ মাঠ, বড় ময়দান, কেরামতিয়া জামে মসজিদ মাঠে সকাল ৯টা থেকে সাড়ে ৯টায় ঈদের জামাত হবে।

সকাল ৯টায় আহলে হাদিসের জামাত শালবন মাঠে হবে। সাতমাথা ঈদগাহ, খাসবাগ, তাজহাট, রবাটসনগঞ্জ, তাতীপাড়া, শালবন, নুরপুর, বাবুপাড়া, জামতলা ঈদগাহ মাঠে সকাল ৯ টা থেকে ১০টার মধ্যে ঈদের জামাত হবে।

রসিক মেয়রের সহকারী জাহিদ হোসেন লুসিড জানান, নগরীর ৫০ এলাকায় ঈদের জামাতের সব প্রস্ততি সম্পন্ন করেছে সিটি কর্পোরেশন।