• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

রংপুর-৩ আসনের গেজেট প্রকাশ আজ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ অক্টোবর ২০১৯  

রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী রাহগির আল মাহি এরশাদ (সাদ) জয়লাভ করেছেন। নির্বাচন কমিশন তার জয়ের ফলাফল সোমবার (০৭ অক্টোবর) গেজেট আকারে প্রকাশ করবে। এরপর তার ভিত্তিতেই সংসদ সচিবালয়ে শপথ পাঠের আয়োজন করবে।

নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখার যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান বলেন, সোমবার রংপুর-৩ আসনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।

৫ অক্টোবরের এ উপ-নির্বাচনে হুসেইন মুহম্মদ এরশাদের পুত্র রাহগির আল মাহি এরশাদকে (সাদ) বেসরকারিভাবে জয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচনে মোট ১৭৫টি কেন্দ্রে সাদ এরশাদ (লাঙল) পেয়েছেন ৫৮ হাজার ৮৭৮ ভোট। বিএনপি মনোনীত প্রার্থী রিটা রহমান পেয়েছেন (ধানের শীষ) ১৬ হাজার ৯৪৭ ভোট। আর এরশাদের ভাতিজা স্বতন্ত্র প্রার্থী মকবুল শাহরিয়ার (মোটরগাড়ি) ১৪ হাজার ৯৮৪ ভোট পেয়েছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো উপ-নির্বাচনেও এ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণ করে ইসি। ভোট পড়েছে ২১ দশমিক ৩১ শতাংশ। যদিও ভোটের হার এর চেয়েও কম হবে দাবি করে নির্বাচনের ফলাফল প্রত্যাখান করেছে বিএনপি প্রার্থী রিটা রহমান।