• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

রকেট সম্পর্কিত অজানা তথ্য!

নীলফামারি বার্তা

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০১৮  

বাঁধাকপির খেতে অবতরণ

শুনতে অবাক লাগলেও ঘটনাটি কিন্তু সত্যি।পৃথিবীর প্রথম তরল জ্বালানির রকেট উৎক্ষেপণ করা হয়েছিল ১৯২৬ সালের ১৬ই মার্চ। মার্কিন বিজ্ঞানী রবার্ট গডার্ড সেটা বানিয়েছিলেন। অবশ্য এর অনেক বছর আগেই রকেটে কঠিন পদার্থ জ্বালানি হিসেবে ব্যবহার করে আসছিল চীনারা। গডার্ডের তৈরি রকেট ১২ দশমিক ৫ মিটার উচ্চতায় উঠেছিল। পরে বিধ্বস্ত হয় এক বাঁধাকপির খেতে! সে সময় গডার্ড চাঁদে রকেট পাঠানোর কথা বলেছিলেন। তাই এই ঘটনায় তিনি পরিহাসের পাত্রে পরিণত হন।

স্যাটার্ন ভি'র ওজন ৪০০ হাতির চেয়ে বেশি!

 

1.রকেট সম্পর্কিত অজানা তথ্য!

পৃথিবীতে যতগুলো শক্তিশালী রকেট তৈরি হয়েছে, স্যাটার্ন ভি তার মধ্যে অন্যতম। এর ওজন ছিল ২ দশমিক ৮ মিলিয়ন কেজি (৬ দশমিক ২ মিলিয়ন পাউন্ড!)। এর উচ্চতা ছত্রিশ তলা বিল্ডিংয়ের সমান এবং পৃথিবীর কক্ষপথে প্রায় দশটি বাস নিয়ে যাওয়ার সক্ষমতা ছিল এর।এর জন্য যে পরিমাণ জ্বালানি ব্যয় হয় তা দিয়ে গাড়িতে করে ৮০০ বার পৃথিবীর চারপাশে ঘুরে আসা যাবে!

রকেটকে রাঙানো হতো

 

2.রকেট সম্পর্কিত অজানা তথ্য!

আগের দিনে রকেটকে বিভিন্ন রঙে রাঙানো হতো! উদ্দেশ্য ছিল রকেটের গতিবিধির ওপর নজর রাখা। এজন্য আইকনিক, টাইটান, রেডস্টোন প্রভৃতি রকেটকে রাঙানো হয়েছিল। আধুনিক রকেটে এর গতিবিধি লক্ষ্য করতে ইভিম প্রযুক্তির প্রোগ্রাম ব্যবহার করা হয়েছে। এ প্রযুক্তি রকেটের যাত্রাপথের প্রতি মুহূর্তের তথ্য সরবরাহ করতে পারে।

সবচেয়ে দ্রুতগামী রকেট এটলাস ভি

 

3.রকেট সম্পর্কিত অজানা তথ্য!

সর্বোচ্চ দ্রুতগামী রকেট ছিল এটলাস ভি। এটা তৈরি হয়েছিল ২০০৬ সালে, যা মহাকাশযানের ইতিহাসে নতুন মাত্রা এনে দেয়। এটলাস ভি এখন বর্তমানে প্লুটোগামী এবং বর্তমানে এর গতি ৫৮ হাজার কিলোমিটার। এই গতিতে যদি চাঁদের দিকে যেত তাহলে চাঁদের কক্ষপথের পৌঁছাতে সময় লাগতো মাত্র নয় ঘণ্টা!যেখানে অ্যাপোলোর নভোচারীদের চাঁদে যেতে সময় লেগেছিল তিন দিন।

অধিকাংশ রকেট রাশিয়ার তৈরি

 

4.রকেট সম্পর্কিত অজানা তথ্য!

২০১১ সালের ডিসেম্বর পর্যন্ত মোট ৭ হাজার ১২০টি রকেট তৈরি করা হয়েছে। এর মধ্যে প্রায় অর্ধেক (৩ হাজার ৫৯৫) রকেট তৈরি হয়েছে রাশিয়ায়। যুক্তরাষ্ট্রে তৈরি হয়েছে ১ হাজার ৮৭৫টি আর ইউরোপে তৈরি হয়েছে মাত্র ৩৩৮টি।১৯৫৭ সালে সত্যিকার অর্থে রকেট লঞ্চিং শুরু হয়।১৯৬৫ সাল ছিল ব্যস্ত বছর।ঐ বছর ১৮০টি রকেট তৈরি হয়েছিল!