• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

লাইভে না আসার কারণ জানালেন সাকিব

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ জুলাই ২০২০  

করোনাভাইরাসের এ সময়ে ক্রিকেটভক্তদের কাছে আনন্দের উপলক্ষ হয়ে এসেছে লাইভ আড্ডা। অনেক ক্রিকেটারই এই সময়ে ফেসবুক লাইভে ভক্তদের সঙ্গে নানা বিষয় শেয়ার করছেন। সম্প্রতি নিজের রেস্টুরেন্টের ফেসবুক পেজ থেকে সাকিবের লাইভে আসার কথা ছিল। তবে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও তার দেখা মেলেনি। এর কারণও ব্যাখ্যা করেছেন টাইগার অলরাউন্ডার।
 
প্রায় দেড় ঘণ্টার লাইভে জাতীয় দলের চার ক্রিকেটার ইমরুল কায়েস, সাব্বির রহমান, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ আড্ডা দিলেও সবার আগ্রহের কেন্দ্রে ছিলেন সাকিব। তিনি না থাকায় ভক্তরা অনবরত কমেন্ট করে গেছেন। এই লাইভে সাড়ে ছয় হাজারেরও বেশি কমেন্টের মাঝে বেশিরভাগই ছিল সাকিবের প্রত্যাশায়।

সমর্থকদের এই চাহিদা বুঝতে পেরেছেন সাকিব নিজেও। তাই তিনি নিজেই লাইভে না আসার কারণ জানিয়েছেন। সাকিব’স ৭৫ রেস্টুরেন্টের পেজ থেকে দেয়া এক বার্তায় সাকিব বলেন, আপনারা সবাই জেনেছেন সাকিব’স ৭৫ রেস্টুরেন্টের লাইভ আড্ডায় সবার সঙ্গে আমারও যোগ দেয়ার কথা ছিল। আপনাদের মতো আমিও লাইভ আড্ডা নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিলাম। কিন্তু, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, কিছু সংগত কারণে আমি আড্ডায় উপস্থিত থাকতে পারিনি। 

বাংলাদেশের সাবেক অধিনায়ক আরো বলেন, আমি উপস্থিত থাকতে না পারলেও বাকি সবাই উপস্থিত ছিল। আশা করি আপনারা লাইভটি উপভোগ করেছেন। এবারের আড্ডাতে উপস্থিত থাকতে না পারলেও আমি খুব শিগগরই হাজির হবো অন্য কোন সাকিব’স ৭৫ লাইভ আড্ডায়, আপনাদের সঙ্গে কথা বলতে। সবাইকে অগ্রীম ঈদের শুভেচ্ছা।