• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

সম্ভাবনার হাতছানি যুবাদের সামনে

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৯  

সাফ অনর্ধ্ব-১৮ ফুটবল এর নতুন চ্যাম্পিয়ন কে হবে, বাংলাদেশ নাকি ভারত। উত্তর মিলবে রোববার বিকেলে নেপালের কাঠমান্ডুতে। এদিন নতুন এক চ্যাম্পিয়ন দলের হাতে উঠবে সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের ট্রফি।

নেপালের রাজধানী কাঠমান্ডুর হালচুকে যুব সাফের ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ফাইনাল শুরু হবে বিকেল ৩টায়।

বাংলাদেশ ও ভারত একই গ্রুপ থেকে ফাইনালে উঠে। গ্রুপ পর্বে দুই দলের লড়াইয়ে ম্যাচটি ড্র হয়েছিল গোলশূন্যভাবে। এবার ফাইনাল, তাই হারতে হবে একটি দলকে। তা নির্ধারিত ৯০ মিনিটে হোক কিংবা অতিরিক্ত সময়ে বা টাইব্রেকারে।

যুব সাফে এর আগে তিনবার দেখা হয় বাংলাদেশ ও ভারতের। দুই দলই জয় পায় একবার করে। একটি ম্যাচ হয় ড্র।

২০১৫ সালে নেপালে অনুষ্ঠিত প্রথম আসরের সেমিফাইনালে দেখা হয়েছিল বাংলাদেশ-ভারতের। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ভারত জিতেছিল ৪-৩ গোলে।

২০১৭ সালে ভুটানের থিম্পুতে ভারতের বিরুদ্ধে রূপকথার জন্ম দিয়েছিল বাংলাদেশ। প্রথমার্ধে ৩-০ গোলে পিছিয়ে থাকা লাল-সবুজ জার্সিধারীরা ম্যাচ জিতে নেয় ৪-৩ গোলে।

প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনার পথে বাংলাদেশ। বাংলাদেশের যুবারা ভারত বাধা টপকে ট্রফি নিয়ে দেশে ফিরবে এমনটা ভাবতেই পারেন ফুটবল প্রেমীরা।