• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

সৈয়দপুরে দিনে গরম রাতে কুয়াশা 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২১  

গত কয়েক দিন ধরে হঠাত্ সৈয়দপুরে সারা রাত ধরে কুয়াশা পড়তে দেখা যায়। তাপমাত্রা নেমে আসে ১৭.৫ ডিগ্রি সেলসিয়াসে।

অপরদিকে দিনে দেখা দেয় প্রচণ্ড গরম। সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, কদিন ধরে রেইনফল প্রকাশ (বৃষ্টি অবস্থা) ছিল আকাশে।

এজন্য তাপমাত্রা কমে যায়, কুয়াশায় তা আরো নেমে যায়। রাতের তাপমাত্রা নেমে আসে ১৭.৫ ডিগ্রি সেলসিয়াসে।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সৈয়দপুর জেলা শাখার সভাপতি ডা. মাহাবুবুল হক বলেন, আজব এ আবহাওয়ার কারণে জ্বর-সর্দি-কাশি ইত্যাদি রোগ ছড়িয়ে পড়তে পারে।