• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

হঠাৎই ফেসবুক ডাউন বিশ্বজুড়ে

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৯  

কারিগরি ত্রুটির কারণে বিশ্বের বিভিন্ন দেশের ফেসবুক ব্যবহারকীরা সমস্যায় পড়েছেন বলে জানা গেছে। ফেসবুকের পাশাপাশি ফেসবুক মালিকানাধীন ছবি শেয়ারিংয়ের জনপ্রিয় অ্যাপ ইনস্টাগ্রাম ব্যবহারের ক্ষেত্রেও একই সমস্যায় পড়েছেন ব্যবহারকারীরা।

বিভিন্ন ওয়েবসাইট ডাউন ডিটেক্টর তথ্য অনুযায়ী, আজ বাংলাদেশ সময় রাত ৯টা ৬ মিনিটে অনেকে ফেসবুক লগ ইন করতে পারছিলেন না। আবার লগ ইন করা থাকলেও বিভিন্ন এরর দেখাচ্ছিল ফেসবুক। এতে বিভিন্ন ভোগান্তিতে পড়ছেন ব্যবহারকারীরা। ইতোমধ্যে #facebookdown হ্যাসট্যাগটিও ট্রেন্ডিংয়ে চলে এসেছে। এ সময়ে ফেসবুক সমস্যার বিষয়টি ডাউন ডিটেক্টরকে জানিয়েছেন প্রায় ৯ হাজার এর বেশি ব্যবহারকারী। তবে ফেসবুকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।