• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

হিন্দি ছবির নায়িকা হলেন মম!

নীলফামারি বার্তা

প্রকাশিত: ১৮ আগস্ট ২০১৯  

প্রথমবারের মতো হিন্দি ছবিতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। এ ছবিতে আগেই চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি, এবার শুরু হলো শুটিং। সামির খান পরিচালিত ‘ম্যাক্স কি গান’ ছবির শুটিংয়ে এই অভিনেত্রী এখন রয়েছেন ভূটানে। থ্রিলারধর্মী এ ছবিতে মমকে দেখা যাবে ভারতের সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন) অফিসারের চরিত্রে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এরইমধ্যে প্রকাশ পেয়েছে ছবির প্রাথমিক পোস্টার। গল্প সম্পর্কে পরিচালক সামির বলেন, এক ধনকুবের নিজের মৃত ভাইকে জীবিত দেখানোর চেষ্টা করেন। কী ঘটনা এর পেছনে তা তদন্ত করতে মাঠে নামে সিবিআই। এরপর নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়েছে ছবির কাহিনি।

প্রথম হিন্দি ছবির অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরেই বিস্তারিত জানাতে চান মম। তিনি ছাড়া ছবিটিতে আরো আছেন কবিতা শ্যাম, নিশাত পাণ্ডে, অমিতা নাগিয়া প্রমুখ। ‘ম্যাক্স কি গান’ প্রযোজনা করছেন ফয়সাল সাইফ। এর আগে তিনি আরেক বাংলাদেশি অভিনেতা নিরবকে নিয়ে ‘শয়তান’ নামের একটি হিন্দি ছবি নির্মাণ করেছিলেন।

এদিকে, এবারের ঈদে মম অভিনীত বেশ কিছু নাটক প্রচারিত হয়েছে। এর মধ্যে রয়েছে ‘লায়লা মজনুর কোরবানি’, ‘আশ্রয়’, ‘মুগ্ধ ব্যাকরণ’, ‘শিক্ষিত বউ’, ‘অচেনা মনের গলিতে’, ‘হাসতে নাই মানা’, ‘লুকোচুরি’, ‘সেনোরিতা’, ‘নব্বই দিন পর’, ‘খোলস ভাঙা গল্প’, ‘ডিলেট ডে’, ‘প্রজাপতি মেয়েটা’, ‘মনবাসর’, ‘ফেলটুস’, ‘স্বর্ণলতা’ ও ‘অজ্ঞ-বিজ্ঞ সমাচার’।