বিএনপিতে মহাসচিবকে ‘মহা-উপেক্ষা’!
– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২১

উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দেড় বছর আগে দলের সব পদ স্থগিত করা হয় টাঙ্গাইলের বাসাইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী শহীদুল ইসলাম মুন্সীর। পরবর্তিতে টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক শহীদুলের বিরুদ্ধে আনা ‘অভিযোগ সঠিক নয়’ বলে তার পদ ফিরিয়ে দেয়ার সুপারিশ করেন। খোদ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ছাত্রদল থেকে উঠে আসা শহীদুলের পদ ফিরিয়ে দেওয়ার নির্দেশনা দেন। প্রায় দেড় বছর আগে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে দেওয়া সেই নির্দেশনা আর বাস্তবে রূপ লাভ করেনি।
বাসাইলের শহীদুলের মতো এমন ঘটনা বিএনপিতে ঘটছে অহরহ। ব্যক্তির পছন্দ-অপছন্দকে কেন্দ্র করে বহিষ্কার, অব্যাহতি দেওয়ার ঘটনা হরহামেশা দলটিতে। এসব নিয়ে নান সময় অভিযোগও জমা পড়ে শীর্ষ নেতৃত্বের কাছে।
এদিকে করোনার কারণে দেশে লকডাউন শুরু হলে বেশ কয়েক মাস সাংগঠনিক সব কার্যক্রম বন্ধ রাখে বিএনপি। কিন্তু এই নির্দেশনা অমান্য করে গত ২২ জুন শূন্যপদের বিপরীতে ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয় আবদুল আলীম নকীকে।
অভিযোগ আছে, বিএনপির নেতা রুহুল কবির রিজভী দলের সিদ্ধান্তের ব্যত্যয় ঘটিয়ে নকীকে এই পদে বসান। যা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন অনেকে। অথচ রিজভীর ওই সিদ্ধান্তের কথা জানতেন না মির্জা ফখরুলসহ সিনিয়র নেতারা। শুধু তা-ই নয়, পদ দেয়ার পরদিন নকীসহ নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান রিজভী। অন্যদিকে গত সেপ্টেম্বরে ঢাকা-১৮ আসনের উপনির্বাচন নিয়ে জল কম ঘোলা হয়নি বিএনপিতে। মনোনয়ন নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষও হয়েছে। তবে ভোটের দিনে কোনো তৎপরতাই ছিল না নেতাকর্মীদের। অভিযোগ আছে, তারেক রহমান এবং দলের মধ্যম সারির নেতাদের পছন্দের প্রার্থী নিয়ে বিরোধের জেরে শেষ স্থানীয় নেতারাও জাহাঙ্গীরের জন্য মাঠে নামেননি।
এসব ঘটনায় এক যুগের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে বিএনপিতে অভ্যন্তরীণ দ্বন্দ্ব এখন অনেকটা প্রকাশ্যে। দলের শীর্ষ নেতারাও একে-অন্যের বিরুদ্ধে মাঝেমধ্যে প্রকাশ্যে ক্ষোভ ঝাড়ছেন। অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরেই দলের মহাসচিবের সুপারিশ আমলে নেওয়া হয় না বলে কানাঘুষা আছে।
নীতিনির্ধারকদের মতামতকে পাশ কাটিয়ে সিদ্ধান্ত বাস্তবায়নের ঘটনাও আছে বিস্তর। ফলে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে অবিশ^াসের জন্ম হয়েছে। স্থবির হয়ে পড়েছে সাংগঠনিক তৎপরতা।
অভিযোগ আছে, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খানের পছন্দের প্রার্থীকে মেনে না নিয়ে উপজেলা নির্বাচন করায় এতদিন ধরে পদ-পদবি ছাড়াই রাজনীতি করছেন বাসাইলের শহীদুল। একপর্যায়ে ২০১৯ সালের ১৩ জুলাই তিনিসহ তিন নেতাকে দলের সব পদ স্থগিত করার চিঠি দেয় বিএনপির কেন্দ্রীয় দপ্তর। দলের সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু সেই চিঠিতে স্বাক্ষর করেন। এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙের অভিযোগে দলের সব পর্যায়ের পদ স্থগিত করা হলো। স্থগিতের খবরের দিনেই টাঙ্গাইলে বিক্ষোভ হয়। আহমেদ আযম খানকে সেসময় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল।
দল থেকে বাদ পড়া শহীদুল দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের কাছে ধর্ণা দিলেও ফয়সালা করতে না পেরে চিঠি লেখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। ওই বছরের ২৪ অক্টোবর লেখা চিঠিতে তিনি দাবি করেন, বিনা অপরাধে তার দলের পদ স্থগিত করা হয়েছে। এটি ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি। এই আবেদনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থগিতাদেশ প্রত্যাহারের সুপারিশ করে লিখেন, ‘জনাব রিজভী, সিনিয়র যুগ্ম মহাসচিব, অনুগ্রহপূর্বক বহিষ্কারাদেশ প্রত্যাহারের ব্যবস্থা নিন।’
আর জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ শামসুল আলম তোফা আবেদনে লিখেন, ‘স্থগিতাদেশ প্রত্যাহারের সুপারিশ করছি।’ অন্যদিকে জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল সুপারিশ করে লিখেন, ‘বর্ণনাকারীর বক্তব্য সঠিক। স্থগিতাদেশ প্রত্যাহারের সুপারিশ করছি।’
এতদিনেও এই নেতার স্থগিতাদেশ প্রত্যাহার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে ফরহাদ ইকবাল ঢাকা টাইমসকে বলেন, ‘জন্মসূত্রেই শহীদুল ইসলাম বিএনপির সঙ্গে জড়িত। এদের মতো লোক দলে দরকার আছে। কিন্তু আহমেদ আযম খানদের বিরোধিতার কারণে সমস্যার সমাধান হচ্ছে না।’
মহাসচিবের সুপারিশ বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তৃণমূলের এই নেতা। বলেন, ‘দলের তিন নম্বর শীর্ষ নেতার কথা যদি কাজে না আসে তাহলে কার কথা গুরুত্ব পাবে?’ যদিও অভিযোগ নিয়ে কথা বলার জন্য একাধিকবার চেষ্টা করলেও আহমেদ আযম খানের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
বিষয়টি নিয়ে কথা বলতে একাধিকবার রুহুল কবির রিজভীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলেননি। আর বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন, ‘বাসাইলের এই নেতার বিষয়ে মহাসচিবের সুপারিশের বিষয়টি আমরা জানি। কিন্তু কেন তার পদ এখনো স্থগিত রাখা হয়েছে সে বিষয়ে আমি কিছুই জানি না।’ এদিকে এমন ঘটনা জানেন না বলে দাবি করেছেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। তিনি বলেন, ‘মহাসচিবের সুপারিশের পরও তা বাস্তবায়ন না হওয়ার ঘটনা অবশ্যই দুঃখজনক। আমি বিষয়টি জানলাম। এ নিয়ে রিজভী আহমদের সঙ্গে কথা বলব।’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলতে চাইলে কিছুটা বিব্রতবোধ করেন তিনি। মির্জা ফখরুল বলেন, ‘আসলে এত নেতার ব্যাপারে এত অনুরোধ করতে হয় কখন কোনটা কার্যকর হয়, কোনটা কার্যকর হয় না এটা মনে রাখা অসম্ভব। বিষয়টি খোঁজ নেব।’
বিএনপির মহাসচিব ও রিজভী আহমদের মধ্যে দ্বন্দ্ব নিয়েও মাঝেমধ্যে বিএনপির ভেতরে-বাইরে আলোচনা ওঠে। অবশ্য তারা বরাবরই বিষয়টি উড়িয়ে দিয়ে আসছেন। গত ২ জুলাই ২০২০-২১ অর্থবছরের বাজেট পাস প্রতিক্রিয়া জানাতে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করেন বিএনপির মহাসচিব। সেখানে একজন সাংবাদিক রিজভী আহমদের সঙ্গে দ্বন্দ্বের বিষয়টি সত্য কি না জানতে চান।
জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমার সঙ্গে দলের কারও দ্বন্দ্ব নেই। আপনারা অযথাই দলের খবর কোথায় পান। আমি ঠিক জানি না।’ সেদিন এ নিয়ে বেশ বিব্রতকর অবস্থায় পড়েছিলেন তিনি।
- কুড়িগ্রামে প্রদত্ত বঙ্গবন্ধুর ভাষণের কপি উম্মোচন
- সৈয়দপুর পৌর নির্বাচন: কেন্দ্রে যাাচ্ছে ভোটের সরঞ্জাম
- গাইবান্ধার সাঘাটায় মায়ের ছুরিকাঘাতে মেয়ে খুন
- খানসামায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
- কৃষি আধুনিকীকরণ করতে ২১১ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার
- ডিজিটাল নিরাপত্তা আইন ফের পর্যালোচনা করবে সরকার: আইনমন্ত্রী
- বদরগঞ্জে প্রকৃতি থেকে ক্রমেই হারিয়ে যাচ্ছে শিমুলগাছ
- দলের দিকে নজর নেই বিএনপি নেতাদের!
- পেঁয়াজ চাষে ঝুঁকছেন রৌমারী উপজেলার চরাঞ্চলের কৃষকরা
- সম্মিলিত প্রচেষ্টায় উন্নত দেশের কাতারে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
- তারেকের বিরাগভাজন হওয়ায় ‘বঙ্গবন্ধু বন্দনায়’ মশগুল ফখরুল!
- ৫০ বছর পর রংপুরে মুক্ত হলো ৩০ অবরুদ্ধ পরিবার
- সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতির সুযোগ দিয়েছেন জিয়াউর রহমান: কাদের
- মুশতাক আহমেদের স্বাভাবিক মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার
- সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
- রংপুরে দুই বোনের একসঙ্গে বিষপানের রহস্য উদঘাটন করেছে পিবিআই
- পৃথিবীর বুকে বাংলাদেশ একটি মর্যাদাশীল রাষ্ট্র: কৃষিমন্ত্রী
- উন্নয়নশীল দেশ হওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৪০৭
- আন্দোলনের ইস্যু না পেয়ে ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি
- মায়ের সামনেই ছটফট করছিল মেরি, কিছুক্ষণ পর নিস্তেজ
- গাইবান্ধায় কিশোরীর গলা কাটা লাশ, মা আটক
- ভারত থেকে আড়াই হাজার টন চিটাগুড় আমদানি
- নীলফামারীর কিশোরগঞ্জে টিকা কেন্দ্রে উপচেপড়া ভিড়
- অধিনায়ক হয়েই মাঠে ফিরছেন পিটারসেন, আছেন সুজনও
- লেডি গাগার কুকুর ছিনতাই, সন্ধান দিলে পুরস্কার ৪ কোটি টাকা
- দাম্পত্য জীবনের সংকট নিরসনে কোরআনের নির্দেশনা
- পশ্চিমবঙ্গে ভোট আট দফায়, ক্ষুব্ধ মমতা
- উন্নয়নশীল দেশে উত্তরণের চূড়ান্ত সুপারিশ মিলছে
- কভিড নিয়ন্ত্রণে ‘শেখ হাসিনা মডেল’
- ‘রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় সারাবিশ্ব বাংলাদেশের প্রশংসা করেছে’
- কুড়িগ্রামে পৌঁছেছে করোনার ৬০ হাজার টিকা
- আজ পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকী
- চীনের শ্রমিক দলকে উদ্ধার করেছে বাংলাদেশের শান্তিরক্ষীরা
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ
- বাংলাদেশি উন্নত ধানের জাত নিতে চায় নেপাল
- ১০০ বিঘা ধানের জমিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি, যাচ্ছে গিনেস বুকে
- মুজিববর্ষে চালু হবে দৃষ্টিনন্দন ১৭০ মডেল মসজিদ
- ‘আ`লীগের সমর্থন বৃদ্ধির প্রতিফলন স্থানীয় সরকার নির্বাচনে পড়েছে’
- ৪ দিন ধরে মাঝমেঘনায় আটকা তেলবাহী জাহাজ
- রংপুরে নবজাতক মেয়েকে ফেলে পালিয়েছে মা-বাবা
- টিকা নিতে রেজিস্ট্রেশন করেছে দেড় লাখ মানুষ: স্বাস্থ্যমন্ত্রী
- দুর্নীতি কমাতে চেষ্টা করছেন প্রধানমন্ত্রী: পানিসম্পদ প্রতিমন্ত্রী
- সৈয়দপুরে গাছে গাছে বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন!
- শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়ার এক যুগ
- কুড়িগ্রামে শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত
- ছাত্রদলে বাদ পড়েননি বিবাহিত-পেশাজীবীরাও
- মহান মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের নাটকে মম
- ফখরুল-মান্নার নেতৃত্বে নতুন দল গঠনের গুঞ্জন
- আবারো গোপনে বিয়ে করেছেন শখ!