ভিসি কলিমউল্লাহর বক্তব্য বানোয়াট : শিক্ষা মন্ত্রণালয়
– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৪ মার্চ ২০২১

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ’র অভিযোগ অসত্য, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলছে, উপাচার্য সংবাদ সম্মেলনে মিথ্যা ও ভুল তথ্য দিয়ে জনমনে বিভ্রান্ত ছড়ানোর অপচেষ্টা করেছেন।
বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে বেরোবি উপাচার্যের সংবাদ সম্মেলনের পর বিকেলে শিক্ষা মন্ত্রণালয় থেকে তার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ বক্তব্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে নানা ধরনের অভিযোগের প্রেক্ষিতে নিয়ম অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বরাবর তদন্তপূর্বক প্রতিবেদন প্রেরণের জন্য অনুরোধ জানানো হয়। ইউজিসি তাদের নিয়ম অনুযায়ী প্রক্রিয়া অনুসরণে তদন্ত সম্পন্ন করে মন্ত্রণালয়ে প্রতিবেদন প্রেরণ করে।
ইউজিসি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিধায় এ প্রক্রিয়ার কোনো পর্যায়ে মন্ত্রণালয় বা মন্ত্রীর পক্ষ থেকে কোনো ধরনের প্রভাব বিস্তারের সুযোগ নেই। ফলে এ সংক্রান্ত বিষয়ে নাজমুল আহসান কলিমউল্লাহর অভিযোগ অসত্য, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘নাজমুল আহসান কলিমউল্লাহ সরাসরি শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে কিছু ব্যক্তিগত আক্রমণ করে বক্তব্য রেখেছেন, যা নিতান্তই অনভিপ্রেত। তিনি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে যে সভাটিতে মন্ত্রীর দেরিতে উপস্থিতি নিয়ে মন্তব্য করেছেন, সেই সভাটি গত বছরের ১৯ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সকালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরে সভাটির সময় পরিবর্তন করে বিকেলে নেয়া হয়। ওই একই দিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের অভিন্ন ন্যূনতম নির্দেশিকা প্রণয়ন সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ সভা থাকায় এবং সেই সভাটি উপাচার্যদের সঙ্গে আলোচনার আগে হলে ভালো হয়; বিবেচিত হওয়ায় উপাচার্যদের সঙ্গে সভাটির সময় পরিবর্তন করা হয়েছিল। শিক্ষক নিয়োগের অভিন্ন ন্যূনতম নির্দেশিকার সভাটি নির্ধারিত সময়ের চেয়েও অনেক প্রলম্বিত হওয়ায় শিক্ষামন্ত্রী ও উপমন্ত্রী, সচিব এবং ইউজিসির চেয়ারম্যানসহ প্রতিনিধিদের উপাচার্যদের সেই সভায় যোগ দিতে দেরি হয়।’
‘শিক্ষামন্ত্রী উপস্থিত সকলের কাছে অনিচ্ছাকৃত এই বিলম্বের জন্য বিশেষভাবে দুঃখ প্রকাশ করেন। মন্ত্রীর সময়ানুবর্তিতার বিষয়টি সবার কাছে সুবিদিত। তিনি সময় মতো সকল সভায় অংশ নেন। সেদিনের সবারই অনিচ্ছাকৃত বিলম্বকে নিয়ে ব্যক্তিগত আক্রমণ করে মন্ত্রীর বিরুদ্ধে কলিমউল্লাহ যে বক্তব্য রেখেছেন, তা শুধু অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনকই নয় নিতান্তই রুচি বিবর্জিত’ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়েছে, ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটি প্রকাশনার জন্য শিক্ষামন্ত্রীর একটি বাণী একবার বিশ্ববিদ্যালয় থেকে চাওয়া হয়েছিল। সে সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে বড় ধরনের ছাত্র আন্দোলন চলছিল। সে পরিস্থিতিতে মন্ত্রী বাণীটি দেয়া সমীচীন মনে করেননি। এরপরে গত এক বছরে ওই বিশ্ববিদ্যালয় থেকে মন্ত্রীর কাছে আর কোনো বাণী চাওয়া হয়নি।’
‘কলিমউল্লাহ উপরের বিষয়সমূহের বাইরেও মন্ত্রীর নির্বাচনী এলাকার কথা উল্লেখ করে রাজনীতিকে জড়িয়ে কিছু মন্তব্য করেছেন। যার সঙ্গে মন্ত্রণালয়ের কোনো বিষয়ের কোনো ধরনের সংশ্লিষ্টতা না থাকায় এ বিষয়ে মন্ত্রণালয় কোনো মন্তব্য করা থেকে বিরত থাকছে। একই সঙ্গে কলিমউল্লাহ সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যে তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কে নিজেকে নির্দোষ দাবি করে যেসব বক্তব্য রেখেছেন, সে সকল বিষয়ে এ মুহূর্তে মন্ত্রণালয় কোনো মন্তব্য করা থেকে বিরত থাকছে।’
‘কারণ তার বিরুদ্ধে উন্নয়ন প্রকল্প সংক্রান্ত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত প্রতিবেদন সম্প্রতি ইউজিসি থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সে বিষয়ে শিগগিরই মন্ত্রণালয়ে একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হবে। উপাচার্যের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতি সংক্রান্ত আরেকটি অভিযোগের তদন্ত চলমান রয়েছে।’
এমন পরিস্থিতিতে কলিমউল্লাহ কর্তৃক সংবাদ সম্মেলনে প্রদত্ত অন্যান্য সব বক্তব্য সম্পর্কে মন্ত্রণালয় প্রতিবেদন প্রাপ্তি ও বিবেচনার পর যথাযথ প্রক্রিয়ায় বক্তব্য উপস্থাপন করবে বলে উল্লেখ করা হয়েছে।
- ভোজ্যতেলের বাজার নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিয়েছে সরকার
- ফুলবাড়ীতে সরকারি উন্নয়ন সহায়তায় কৃষকের মাঝে ধান মাড়াই মেশিন বিতরণ
- কুড়িগ্রামে বিয়ের এক মাসের মধ্যে লাশ হয়ে ফিরল গৃহবধূ তারামনি
- পঞ্চগড়ে করতোয়ায় গোসল করতে নেমে শিশুর মৃত্যু
- কুড়িগ্রামে কৃষকলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- রংপুরে সংঘবদ্ধ অটো রিক্সা চুরির সিন্ডিকেটের ২ সদস্য গ্রেফতার
- ভাইরাল সেই নারী চিকিৎসকের বাড়ী কুড়িগ্রামের চিলমারী
- সরকার কৃষকের ধানের ন্যায্য দাম নিশ্চিত করবে: খাদ্যমন্ত্রী
- সেই শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন রংপুরের জেলা প্রশাসক
- বোরো মৌসুমে ধান কাটার জন্য লালমনিরহাট থেকে গাজীপুর গেল ৫২ শ্রমিক
- নাগেশ্বরীতে ধানক্ষেতে ব্লাস্ট রোগের প্রকোপ দেখা দিয়েছে
- করোনা: দেশে একদিনে সর্বোচ্চ ১১২ জনের মৃত্যু
- পরবর্তী লকডাউনেও প্রযোজ্য থাকবে চলমান শর্ত
- হেফাজতের হামলায় ওসিসহ ৫ পুলিশ সদস্য আহত
- প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি দিয়েছেন জাফরুল্লাহ চৌধুরী
- হিটশকে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেবে সরকার: কৃষিমন্ত্রী
- বাংলাদেশ থেকে করোনার ওষুধ কিনতে চায় ভারত
- পরিবহন শ্রমিকসহ বেকার শ্রমিকদের আর্থিক সহায়তা দেবে সরকার
- বিশৃঙ্খলাকারীদের প্রতিহত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার আহ্বান
- ভাইকে বাঁচাতে গিয়ে পানির রিজার্ভ ট্যাংকে পড়ে দুই ভাইয়ের মৃত্যু
- গাইবান্ধায় অরক্ষিত ট্যাংকে পড়ে দুই ভাইয়ের মৃত্যু
- চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মীদের আইডি কার্ড ব্যবহারের নির্দেশ
- চলমান `কঠোর লকডাউন` আরো এক সপ্তাহ বাড়ল
- এমবাপ্পের জোড়া গোল, পিএসজির নাটকীয় জয়
- অন্তরঙ্গ দৃশ্যে বিপাশার ‘ঘনিষ্ঠতা সমন্বয়কারী’ ছিলেন পূজা ভাট
- রোজা রাখার ১০ পুরস্কার
- মিসরে ট্রেন দুর্ঘটনায় নিহত ১১, আহত ৯৮
- তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল যুবকের
- লকডাউনে চাকরি নেই, মাশরুম চাষে ভাগ্য ফিরল যুবকের!
- ‘বড়াইবাড়ী দিবসের’ রাষ্ট্রীয় স্বীকৃতি চায় রৌমারীবাসী
- নিপুণ রায়ের ফোনালাপ দিবালোকের মতো স্পষ্ট- তথ্যমন্ত্রী
- ৫০ তোপ ধ্বনিতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন শুরু
- রাজপ্রাসাদ ছেড়ে অবশেষে চাকরি নিলেন ব্রিটেনের রাজপুত্র
- লালমনিরহাটে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের অভিযাগ
- নতুন বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার
- নির্বাচনী ‘বিধি ভঙ্গ করে’ কোটি টাকা উত্তোলন
- সৈয়দপুরে দিনে গরম রাতে কুয়াশা
- আন্তরিকভাবে কাজ করতে এনএসআই’র প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
- ইউরোপে করোনাভাইরাসের ‘তৃতীয় ঢেউ’
- জুমার নামাজের হুকুম-আহকাম
- হারিয়েছেন সব, গানই এখন সম্বল বৃদ্ধা শিল্পীর
- শেখ হাসিনাসহ বিশ্বের ৪০ নেতাকে জলবায়ু সম্মেলনে বাইডেনের আমন্ত্রণ
- কাল থেকে চলবে পণ্যবাহী ৮টি বিশেষ ট্রেন- রেলমন্ত্রী
- চালু হলো দেশের সবচেয়ে বড় করোনা হাসপাতাল
- পঞ্চগড়ে বেড়েছে চা চাষ
- মার্কিন ডলার বর্জনের আহ্বান রাশিয়ার
- হেফাজতের কাঁধে ভর করে বিএনপি দেশকে অস্থিতিশীল করছে: হানিফ
- ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছেন আজ
- চিলাহাটি ফায়ার স্টেশনের অপারেশনাল কার্যক্রম শুরু
- ‘বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না`