• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

খুলনায় প্রশ্নফাঁস ও গুজব ছড়ানোর অভিযোগে আটক-১

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২০  

খুলনায় প্রশ্নফাঁস ও পরীক্ষার ফলাফল পরিবর্তনের গুজব ছড়ানোর অভিযোগে আরো একজনকে আটক করেছে র‍্যাব। এ নিয়ে নগরীতে দুইজনকে আটক করা হলো।
রোববার রাতে খুলনার সোনাডাঙ্গার শেরে বাংলা রোডের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক মো. শাকিল মাহমুদ বাগেরহাটের মোড়লগঞ্জের মো. নুরুজ্জামানের ছেলে।

সোমবার দুপুরে র‌্যাব-৬ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনাডাঙ্গা থানার শেরে বাংলা রোডের সোলায়মান নগর থেকে শাকিল মাহমুদকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি ল্যাপটপ, দুটি মোবাইল, তিনটি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

আরো জানানো হয়েছে, একই অভিযোগে আরেকটি অভিযানে নগরীর খানজাহান আলী থানার গিলাতলা মীরপাড়ার একটি বাড়ি থেকে মো. সাইমন ইসলামকে একটি ও মোবাইল ও একটি সিমকার্ডসহ আটক করা হয়েছে।

র‍্যাব-৬ এর সিপিএসসি খুলনার কমান্ডার মেজর আনিসুজ্জামান জানান, আটকরা ভুয়া ফেসবুক আইডি তৈরি করে ভুয়া প্রশ্নফাঁস ও পরীক্ষার ফলাফল পরিবর্তনের গুজব সৃষ্টি করে পরীক্ষার্থীদের কাছ অর্থ আত্মসাৎ করতেন। তাদের সোনাডাঙ্গা ও খানজাহান আলী থানায় হস্তান্তর করা হয়েছে।