• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

জয়পুরহাটে ভুয়া প্রশ্নফাঁস চক্রের সদস্য গ্রেফতার 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২০  

জয়পুরহাট সদর থেকে মোস্তাফিজুর রহমান হাসান নামে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নফাঁস চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার মোস্তাফিজুর রহমান পাঁচবিবি থানার দমদমা গ্রামের আবদুল মান্নানের ছেলে। 


মঙ্গলবার বৈরাগীর মোড় এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি অপারেশন দল তাকে গ্রেফতার করে। ওই অভিযানে নেতৃত্ব দেন কোম্পানি অধিনায়ক এম এম মোহাইমেনুর রশিদ।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোস্তাফিজুর রহমান হাসান এবং মিস্টি আক্তার নামে ফেসবুক ও মেসেঞ্জারে দুটি গ্রুপ তৈরি করার কথা স্বীকার করেছে গ্রেফতারকারী। এর মাধ্যমে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ১০০ থেকে ৯০ শতাংশ কমন পড়ার নিশ্চয়তা দিয়ে বিকাশের মাধ্যমে বিভিন্ন জনের কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নিয়েছেন মোস্তাফিজুর রহমান।

এদিকে এ ধরনের প্রশ্নফাঁস চক্রের সঙ্গে জড়িতদের নির্মূল না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‌্যাব।