• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

করোনা নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার-১   

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ মার্চ ২০২০  

করোনা ভাইরাস নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে মেরাজ আল সাদী (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে।

র‌্যাব ৬ মিডিয়া অফিসার এএসপি মাহাবুব আলম জানান, তার কাছ থেকে ২টি মোবাইল ফোন, ৩টি সিমকার্ড, ১টি মেমোরি কার্ড জব্দ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত পৌনে ৮টার দিকে তাকে মুজগুন্নী এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব। সাদী মহানগরীর মুজগুন্নী আবাসিক এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে করোনা ভাইরাস নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর কথা স্বীকার করেছে। তাকে খালিশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।