• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম চিকিৎসকের মৃত্যু 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২০  

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মইন উদ্দিনের (৫০) মৃত্যু হয়েছে।

আজ বুধবার (১৫ এপ্রিল) সকাল ৮টার দিকে ঢাকার রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হলেও এই প্রথম কোনও চিকিৎসকের মৃত্যু হল।

কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আলিমুজ্জামান ব্রেকিংনিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট একজন ব্রেকিংনিউজকে জানান, ডা. মইন সিলেট মেডিকেলের একজন ডাক্তার ছিলেন।

তিনি জানান, গতকাল রাতে ওনার শারীরিক কন্ডিশন অনেকটাই ভালো হয়েছিল। কিন্তু আজ সকালে খুব দ্রুত অবনতি ঘটে। এরপর সকাল ৮টার দিকে তিনি মারা যান।

করোনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর চিকিৎসকের পরিবারসহ নগরীর হাউজিং এস্টেট এলাকা লকডাউন ঘোষণা করা হয়।

স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মঈন ঢাকা মেডিকেল কলেজে অধ্যয়নরত অবস্থায়ও মেধাবী ছাত্র হিসেবে পরিচিত ছিলেন।