• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

শ্রমিক সংকটে কৃষকদের পাশে দাঁড়ালেন যুবলীগ  

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২০  

করোনার প্রার্দুভাবের কারণে সুনামগঞ্জে ধান কাটার শ্রমিক সংকটে যখন কৃষকরা দিশেহারা তখন তাদের পাশে দাঁড়িয়েছেন জেলা যুবলীগের নেতা-কর্মীরা।

আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মইনুল হোসেন নিখিলের নির্দেশনায় ধান কেটে দেয়ায় নেতৃত্ব দেন সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল।

গতকাল সোমবার যুবলীগের অর্ধশতাধিক নেতা-কর্মী সদর উপজেলার ভেড়াজালী গ্রামের হাওরে এক কৃষকের বোরো ধান কেটে দেন।

সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও জেলা যুবলীগের সিনিয়র সদস্য নুরুল ইসলাম বজলু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবুল হোসেন, সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. জেবুল মিয়া, যুবলীগ নেতা মো. রমজান মিয়া প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। 

খায়রুল হুদা চপল বলেন, ‘সুনামগঞ্জের হাওরে কোনো শ্রমিক না আসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মইনুল হোসেন নিখিলের নির্দেশনায় আমরা সুনামগঞ্জ জেলা যুবলীগের প্রতিটি নেতা-কর্মী কৃষকদের ধান কাটায় সহযোগিতা করছি।’