• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

নওগাঁয় কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ধান ক্রয় করছে খাদ্য বিভাগ     

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ মে ২০২০  

নওগাঁয় কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ধান ক্রয় করছে খাদ্য বিভাগ। জানা যায়, সরকারীভাবে এবার বোরো মৌসুমে ৩৬ টাকা দরে ১০ লাখ মেট্রিকটন সিদ্ধ চাল, ৩৫ টাকা দরে দেড় লাখ মেট্রিকটন আতপ চাল মিলারদের কাছ থেকে ও ২৭ টাকা দরে ৮ লাখ মেট্রিকটন কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হবে। আর এই প্রতিটি ইউনিয়নের কৃষকদের কাছে থেকে কেনা হবে।

গত বৃহষ্পতিবার খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ধান চাল ক্রয়ে কোন প্রকার রাজনৈতিক বা মধ্যস্বত্বভোগীরা যাতে প্রভাব না ফেলে সেজন্য দেশের সকল ডিসি ফুড কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

কৃষি বিভাগ থেকে ৭ তারিখের মধ্যে তালিকা দেওয়া কথা সেই তালিকা অনুযায়ী ইউনিয়নে ইউনিয়নে লটারি করে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা নির্দেশ দেন।

এছাড়াও সরকার দূর্য়োগ মোকাবেলায় যে পরিমান ত্রান দিয়ে যাচ্ছে ফলে গুদাম ফাঁকা হচ্ছে এবং যতদিন পর্যন্ত সরকার এই ত্রান দিয়ে যাবে সেটার উপর নির্ভ র করে প্রয়োজনে আরও চাল ক্রয় করা হবে তবে ধান কেনা হবে না।

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ওয়াশিমুল বারী, জেলা খাদ্য নিয়ন্ত্রক জি, এম ফারুক হোসেন পাটোয়ারীসহ জেলা চালকল মালিক গ্রুপের নেতৃবৃন্দ ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিাত ছিলেন। 

এবার জেলায় ৪৯ হাজার ২৬০ মেট্রিকটন চাল ও ৬ হাজার ৫১ মেট্রিকটন আতপ চাল, ২৩ হাজার ২৩২ মেট্রিকটন ধান ৩১ আগষ্ট্রের মধ্যে করা হবে বলে খাদ্যবিভাগ জানান।