• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

দিনাজপুরে সেনাবাহিনীর ঘর পেল মুক্তিযোদ্ধার স্ত্রী

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ জুলাই ২০২০  

দিনাজপুরের হিলিতে সেনাবাহিনীর পক্ষ থেকে মৃত মুক্তিযোদ্ধার স্ত্রীকে পাকা টিনশেড ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।

বুধবার বেলা ১২টায় হাকিমপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা ফকিরপাড়া গ্রামের মৃত মুক্তিযোদ্ধা সার্জেন্ট আব্দুর রাজ্জাকের স্ত্রীর হাতে ঘরের চাবি হস্তান্তর করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের অধিনস্থ ১৬ পদাতিক ব্রিগেডের ৪ হর্স ইউনিট অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মামুনুর রহমান সিদ্দিকী।

এ সময় হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

ঘর পেয়ে সফুরা বেওয়া জানান, সেনাবাহিনীর পক্ষ থেকে আজকে একটি টিন সেটের বাড়ি দিয়েছে আমাকে। এতে সন্তানদের নিয়ে সেই ঘরে বসবাস করতে পারবো।

এদিকে খোলাহাটি ক্যান্টনমেন্টের ৪ হর্স ইউনিটের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মামুনুর রহমান সিদ্দিকি জানান, বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে গৃহহীন মুক্তিযোদ্ধা সেনা সদস্য পরিবারের জীবনযাত্রার মানউন্নয়নের এই গৃহ নির্মাণ প্রকল্প বাস্তবায়িত করার পদক্ষেপ নেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় আজকে হিলিতে ৫ লাখ টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা সেনা সদস্য মৃত আব্দুর রাজ্জাকের পরিবারকে একটি ঘর দেয়া হয়েছে।