• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

আ`লীগকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপা প্রার্থী

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮  

কুড়িগ্রাম-৩ আসনের জাতীয় পার্টির প্রার্থী ডা. আক্কাছ আলী সরকার আওয়ামী লীগ প্রার্থী অধ্যাপক এম এ মতিনকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার বিকেল ৩টায় আওয়ামী লীগ প্রার্থী অধ্যাপক এম এ মতিনের বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর কবির নানক বলেন, সারাদেশে বিএনপি-জামায়াত জোট নির্বাচনে সহিংসতা করার পরিকল্পনা করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন। জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কুড়িগ্রাম-৩ আসনে মহাজোটের একক প্রার্থী এখন থেকে অধ্যাপক এমএ মতিন।

জাতীয় পার্টির প্রার্থী ডা. আক্কাছ আলী সরকার বলেন, জননেত্রী শেখ হাসিনা ও জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদের নির্দেশে আমি প্রার্থিতা প্রত্যাহার করে নিলাম।