• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

পীরগাছায় কঠোর লকডাউন মানাতে মাঠে ভ্রাম্যমাণ আদালত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ জুলাই ২০২১  

করোনার বিস্তার রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের ৫ম দিনে পীরগাছায় অভিযান চালিয়ে ৭টি মামলায় ১১ হাজার ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেন পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল আরেফীন।

তিনি জানান, করোনার সংক্রমণ ঝুঁকি এড়াতে জনগণকে বিভিন্নভাবে সচেতন ও সতর্ক করা হচ্ছে। একই সঙ্গে বিধিনিষেধ অমান্যকারীদের ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত রয়েছে। ঈদ পরবর্তী কঠোর লকডাউনের ৫ম দিনে পীরগাছা উপজেলার বিভিন্ন হাট-বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার বিবাদী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালিত মামলাগুলোর মধ্যে পাওটানার হাটে ৪টি মামলায় ২০০ টাকা, কান্দিরহাটে ২টি মামলায় ৬ হাজার টাকা ও চৌধুরাণী হাটে ১টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এদিকে পীরগাছা উপজেলায় কঠোর বিধিনিষেধের সময়ে অহেতুক ঘোরাঘুরি বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল আরেফীন।