• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ফুলবাড়ীতে লকডাউন উপেক্ষা করে অনুষ্ঠান করায় কনের বাবার জরিমানা   

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ জুলাই ২০২১  

কঠোর লকডাউন উপেক্ষা করে আত্মীয়-স্বজনদের ডেকে নিয়ে বিয়ের অনুষ্ঠান করায় কনের বাবাকে ভ্রাম্যমান আদালতে ৫ হাজার টাকা জরিমানা করেছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামে এ ঘটনা ঘটে। ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন দাস শুক্রবার (৩০জুলাই) খবরটি নিশ্চিত করেন।

তিনি জানান, ওই গ্রামের এক ব্যক্তি কঠোর বিধি নিষেধ উপেক্ষা করে মেয়ের বিয়ে সম্পন্ন করেন। এরপর লোকজনকে ডেকে নিয়ে দিনব্যাপী জনসমাগম করে তাদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেন। খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যার আগে ভ্রাম্যমাণ আদালত সেখানে উপস্থিত হয়ে কনের বাবা আব্দুর রশীদকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।