• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

প্রথমবার উত্তরা থেকে মিরপুর এসে ঘুরে গেলো স্বপ্নের মেট্রোরেল     

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২১  

প্রথমবারের মতো রাজধানীর উত্তরা থেকে এসে মিরপুরে ভায়াডাক্টের ওপর চলেছে স্বপ্নের মেট্রোরেল। জানা গেছে, পরীক্ষামূলক চলাচলের আগে প্রস্তুতির প্রয়োজনীয় অংশ হিসেবে এ রুটে মেট্রোরেল চালিয়ে দেখা হয়েছে।

শুক্রবার সকালে উত্তরার দিয়াবাড়ির ডিপো থেকে মিরপুর ১২ নম্বর স্টেশন পর্যন্ত আসে ট্রেনটি। এরমধ্যে চারটি স্টেশনকে ঘিরে পরীক্ষামূলক যাত্রা যাচাই করা হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানায়, ট্রেনটি আগামী রোববার আবার পরিচালনা করা হবে। তবে ঠিক কোন পর্যন্ত ট্রেনটি পরিচালনা করা হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এখন মেট্রোরেলের লাইনে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। এসব পরীক্ষার ভিত্তিতে কতটুকু লাইনে ট্রেন পরিচালনা করা হবে এ বিষয়ে সিদ্ধান্ত রোববার সকালে নেয়া হবে।