• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

জন্মসনদ দিয়েও টিকার নিবন্ধন করা যাবে- শিক্ষামন্ত্রী

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২১  

যেসব শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র নেই তারা জন্মনিবন্ধন সনদের মাধ্যমে টিকার নিবন্ধন করতে পারবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার বিকেলে আজিমপুরে ইডেন মহিলা কলেজের নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় খুলতে সিদ্ধান্ত নেবে একাডেমিক কাউন্সিল। ২৭ সেপ্টেম্বরের পর কর্তৃপক্ষ চাইলে বিশ্ববিদ্যালয় খুলতে পারবে। সেক্ষেত্রে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল বৈঠক করে খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে। 

তিনি বলেন, ২৭ সেপ্টেম্বরের মধ্যে সব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে টিকার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। যাদের এনআইডি নেই তারা জন্ম নিবন্ধন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন।

অধিকাংশই টিকার আওতায় এসেছেন উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, যাদের জাতীয় পরিচয়পত্র আছে তাদেরকে সুরক্ষা অ্যাপের মাধ্যমে রেজিস্টেশন করতে হবে।