• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

চিলমারীতে প্রত্যন্ত চরাঞ্চলে আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২১  

কুড়িগ্রামের চিলমারী উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলে আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু ঘটেছে। মৃত শিশুর নাম সাদিয়া আক্তার (৭)। সে সাদিয়া চিলমারী উপজেলার অষ্টমীর চর ইউনিয়নের খোর্দ বাঁশপাতারী চর এলাকার দিনমজুর সাদ্দাম হোসেনের মেয়ে। 

গতকাল সোমবার সন্ধ্যার পরপর উপজেলার দুর্গম অষ্টমীর চর ইউনিয়নের খোর্দ বাঁশপাতারী চর এলাকায় নিজ বাড়ীতে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, সোমবার উপজেলার অষ্টমীর চর ইউনিয়নের ওই গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী হাসি বেগম রান্না ঘরে রাতের খাবার রান্না উঠিয়ে ঘরে সবজি না থাকায় কন্যা শিশু সাদিয়াকে কুমড়া ও শাক পাড়ার জন্য রান্না ঘরের চালে তুলে দেন। এরপর তার মা বাড়ির বাইরে যায়। এসময় চুলার খড়ি পুড়ে আগুন রান্না ঘরের খড়ের বেড়ায় লেগে মুহুর্তেই ঘরের চারিদিকে ছড়িয়ে পড়ে। সেইসাথে ঘরের চালসহ চালের উপরে থাকা সাদিয়া অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। 

এ ব্যাপারে চিলমারী উপজেলার অষ্টমীর চর ইউপি চেয়ারম্যান আবু তালেব সরকার বিষয়টি নিশ্চিত করেন।