• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

গর্ত খুঁড়েছিল পরিবার, সেই গর্তে গেল শিশুর প্রাণ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২১  

দিনাজপুর শহরের গোসাইপুরে বাড়ির পার্শ্ববর্তী জমির গর্তে পড়ে ময়না (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ময়না ওই গ্রামের মিজানুর রহমানের মেয়ে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, বাড়ির উঠান ভরাট করার জন্য পার্শ্ববর্তী জমি থেকে মাটি খনন করে প্রতিবেশীরা। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতের বৃষ্টিতে সেই গর্তে পানি জমে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে বাড়ির উঠানে খেলা করছিল শিশু ময়না। হঠাৎ পরিবারের লোকজন ময়নাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে ওই গর্ত থেকে ময়নাকে উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিনাজপুর পৌরসভার সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর মাকসুদা পারভীন মীনা বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ময়নার বাবা এক মাস আগে ওই বাসাটি ভাড়া নেন। আজ সকালে শিশুটি সেখানে খেলা করার সময় গর্তে পড়ে গেলে দুর্ঘটনা ঘটে।