• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

রংপুর মেট্রোপলিটন পুলিশের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকীতে রক্তদান কর্মসূচি

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২১  

রংপুর মেট্রোপলিটন পুলিশের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে সেবা সপ্তাহ উপলক্ষে আরপিএমপির সকল থানায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরপিএমপির কমিশনার মোহা. আবদুল আলীম মাহমুদ বিপিএম। শনিবার সকাল থেকে একযোগে মেট্রোপলিটনের সকল থানায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রংপুর মেট্রোপলিটন পুলিশের সকল ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এতে আইডিয়াল ফাউন্ডেশন এন্ড ব্লাড ব্যাংক ও সন্ধানী স্বেচ্ছাসেবী সংগঠন রংপুর সহযোগিতা করেন।

এসময় কমিশনার মোহা. আবদুল আলীম মাহমুদ বিপিএম বলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের উদ্বোধনের পর থেকে জনসেবামূলক বিভিন্ন কাজ পরিচালিত হচ্ছে। এর অংশ হিসেবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। আমরা পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। এজন্য আমাদের জনসেবামূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।