• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

সাদুল্লাপুরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২১  

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট এলাকায় ছোট ভাই আরিফুল ইসলামের লাঠিরে আঘাতে গুরুতর আহত বড় ভাই শহিদুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

আজ রোববার (১৯ সেপ্টেম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শহিদুল ইসলাম মারা যান। নিহত শহিদুল ইসলাম ধাপেরহাট বন্দরের আব্দুস সাত্তার মিয়ার ছেলে ও হিংগারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

নিহতের স্বজনরা জানায়, বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে পারিবারিক কলহের জেরে শহিদুল ইসলামের ছোট ভাই আরিফুল ইসলাম লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় আহত শহিদুল ইসলামকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার ৩ দিন পর তিনি মারা যান।

এদিকে শহিদুল ইসলামের মৃত্যুর খবর শুনে খুনি আশরাফুল ইসলাম বাড়ি থেকে পালানোর সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

আটকের বিষয়টি নিশ্চিত করে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক সেরাজুল হক বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।