• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পীরগঞ্জে বিদ্যুতের খুঁটির তারে জড়িয়ে যুবকের অবস্থা এখন মুমূর্ষু 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২১  

রংপুরের পীরগঞ্জে পল্লী বিদ্যুতের খুঁটিতে উঠে তারের সঙ্গে জড়িয়ে জনি মিয়া (২৫) নামের এক যুবকের অবস্থা এখন মুমূর্ষু। গতকাল বৃহস্পতিবার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার কুমিদপুর ইউনিয়নের শীতলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জনি মিয়া ওই এলাকার আবুল মুন্সির ছেলে। খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। তার শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে।

স্থানীয় আবু হানিফ বলেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওই যুবক কাউকে কিছু না বলে পল্লী বিদ্যুতের খুঁটিতে ওঠেন। এক পর্যায়ে তারের সঙ্গে জড়িয়ে আটকে যান। পরে পীরগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা এসে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। জনি কিছুটা মানসিক বিকারগ্রস্ত বলেও জানান আবু হানিফ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, জনি বিদ্যুৎ মেকানিক হিসেবে মাঝে মধ্যে কাজ করতেন। আজ কেন বিদ্যুতের খুঁটিতে উঠেছিলেন তা জানেন না তিনি।

পীরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন চন্দ্র শর্মা বলেন, ওই যুবকের ৬০ শতাংশ পুড়ে গেছে। তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।