• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে-হুইপ ইকবালুর রহিম

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২১  

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, ইসলাম শান্তির ধর্ম। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সকল ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম শান্তিতে পালন করে আসছে। দেশের উন্নয়ন ও অগ্রগতি যখন দ্রুত এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই সাম্প্রদায়িক অপশক্তি আবারও ধর্মকে পুঁজি করে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলা চালাচ্ছে। এই সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।

বুধবার দিনাজপুর জেলা প্রশাসন সম্মেলন কক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইমাম ও আলেম সমাজের সাথে মতবিনিময় ও সিরাত মাহফিলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

ইকবালুর রহিম বলেন, পীরগঞ্জসহ সারাদেশে পরিকল্পিতভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা চালানো হয়েছে। শিগগিরই প্রকৃত তথ্য বেরিয়ে আসবে। অপরাধীদের আইনের আওতায় আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। দেশ সকল ধর্মের মানুষের। সবার সমান অধিকার রয়েছে।
মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ ও সকল ধর্মের মানুষের রক্তের বিনিময়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে। সকল ধর্মের মানুষের সমান অধিকারের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনায় শেখ হাসিনা দৃঢ প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান তিনি।

দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শরিফুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান মো. আজিজুল ইমাম চৌধুরী, দিনাজপুর সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মো. মতিয়ার রহমান কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল্লাহ মাজাহারি প্রমুখ।

এর আগে, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

এসময় বক্তব্য রাখেন দিনাজপুর ইসলামি রিসার্স সেন্টারের মহাপরিচালক ড. সৈয়দ এরশাদ আহমেদ আল বুখারী, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির সভাপতি মো. শফিউল্লাহ খান প্রমুখ।