• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে রানীশংকৈলে ১০০ তালের চারা রোপণ       

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২১  

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উদযাপন উপলক্ষে ১০০টি তালের চারা রোপণ করা হয়েছে। বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের বনগাঁও-মীরডাঙ্গী সড়কের পাশে এসব চারা রোপণ করা হয়।

চারা রোপণ কর্মসূচির আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা ও উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ।

উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ জানান, শেখ রাসেল দিবস উদযাপনের অংশ হিসেবে চারা রোপণ কর্মসূচি পালন করা হয়। ভবিষ্যতে বজ্রপাতসহ প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে এ তালের চারা রোপণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার প্রত্যেকটি গ্রামে তালের চারা রোপণ করা হবে।