• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ফুলবাড়ীর চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় বেগুনের বাম্পার ফলন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২১  

ফুলবাড়ী উপজেলার চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় ১১০ হেক্টর জমিতে আগাম জাতের বেগুন চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় বেগুনের ভালো ফলন হয়েছে। পাশাপাশি বাজারে দাম ভালো থাকায় খুশি চাষি।

উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, কোনো চাষি ঘরে বসে নেই। প্রতিদিন সকাল থেকে তারা খেতের বেগুন সংগ্রহ ও বাজারজাতকরণে ব্যস্ত সময় পার করছেন। বর্তমানে বাজারে প্রতি মণ বেগুন ১০০০-১২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি এলাকার বেগুনচাষি সত্যজিত্ চন্দ্র রায় ও চান মিয়া জানান, প্রতি বছর আগাম জাতের বেগুন চাষ করেন তারা। এ বছর বেগুনের দাম ভালো। তবে গত বছরের চেয়ে ফলন কিছুটা কম হয়েছে। তাছাড়া খেতে বিভিন্ন রোগের আক্রমণও দেখা দিয়েছে। চরাঞ্চলে সহকারী কৃষি কর্মকর্তাদের দেখা পাওয়া যায় না। তাই তাদের পরামর্শ ছাড়াই স্থানীয় বাজারে কীটনাশকের দোকানদারের কাছ থেকে ওষুধ কিনে খেতে দিচ্ছি।

একই এলাকার বেগুনচাষি রফিকুল ইসলাম ও শালমান শাহ জানান, কৃষি অফিসের পরামর্শসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পেলে আমরা ক্ষুদ্র কৃষকরা আরো বেশি লাভবান হতাম। এ বছর বেগুনের দাম ভালো থাকায় লাভবান হব। গত এক থেকে দেড় মাস ধরে খেতের বেগুন বিক্রি করছি। প্রথমদিকে প্রতি মণ বেগুন ১৩০০-১৫০০ টাকা দরে বিক্রি করেছি। এখন ১০০০ টাকা মণ বিক্রি করছি। আশা করছি আরো দুই-তিন মাস বেগুন বিক্রি করতে পারব।

এ ব্যাপারে উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা আসফিয়া শারমিন জানান, বেগুন চাষে উদ্বুদ্ধ করা ও বিভিন্ন সহযোগিতা দেওয়ায় চাষিরা আগাম শীতকালীন সবজি বেগুন চাষে ঝুঁকে পড়েছেন। আবহাওয়া অনুকূল ও বেগুনের দাম ভালো থাকায় এ বছরও কৃষকরা বেগুন চাষে লাভবান হবে বলে আমার বিশ্বাস।