• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ট্রাকচাপায় ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২১  

দিনাজপুর শহরের জোড়া ব্রিজের সামনে ট্রাকের চাপায় আসাদুজ্জামান (৪৫) নামে এক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির মৃত্যু হয়েছে।  

রবিবার সন্ধ্যা ৬টার দিকে এই দুর্ঘটনার ঘটনা ঘটে। নিহত আসাদুজ্জামান রাজশাহী সদর উপজেলার কাশিয়াডাঙ্গা আদাদিয়াপাড়া এলাকার মৃত আজিজুল ইসলামের ছেলে। তিনি ডেলটাফার্মা ওষুধ কম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যায় বোচাগঞ্জ উপজেলা থেকে মোটরসাইকেলযোগে আসাদুজ্জামান দিনাজপুরে নিজ কম্পানির কার্যালয়ে ফিরছিলেন। পথিমধ্যে জোড়া ব্রিজের সামনে একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং চাপা দেয়। এ সময় গুরুতর অবস্থায় তাকে ট্রাকের নিচ থেকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকারী মুক্তার রাজু বলেন, বিকেলে বোচাগঞ্জ উপজেলা থেকে তিনি কর্মস্থলে ফিরছিলেন। এরপরে তার দশমাইল এলাকায় যাওয়ার কথা ছিল।

দিনাজপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করে থানায় নেওয়া হয়েছে।