• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

ঠাকুরগাঁওয়ে ঐতিহাসিক সহরাই উৎসব শুরু   

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২২  

ঠাকুরগাঁওয়ে ঐতিহাসিক সহরাই উৎসব শুরু হয়েছে। এ উৎসবকে ঘিরে নানা কর্মসূচি পালন করছেন মোলানী পাড়ার মানুষেরা। ঐতিহাসিক এই উৎসবে ঠাকুরগাঁও সদর উপজেলার বড়বালিয়া মোলানী পাড়ার নারী পুরুষেরা সহরাই নাচে ও গানে মেতে উঠছেন। মনোমুগ্ধকর পরিবেশে তাদের নৃত্য উৎসবের আমেজ আরও বাড়িয়ে তোলে। 

বাদ্যের তালে বিভিন্ন অঙ্গ ভঙ্গিমার তাদের নৃত্য পরিবেশন উপভোগ করতে আশপাশের মানুষ ছুটে আসেন এই উঠোনে। উৎসব উপলক্ষে প্রতিটি গ্রামের আদিবাসী নারীরা একত্রিত হয়ে নাচে গানে মিলিত হন। উৎসবকে ঘিরে বড়বালিয়ার মুজামুনি, খলিশাকুড়ি, জালপাইতলাসহ পাঁচটি গ্রামের তিন শতাধিক পরিবারের নিজস্ব ঐতিহ্যের নানা কর্মসূচিতেও অংশ নেন। বাড়িতে বাড়িতে হরেক রকম শীতকালীন পিঠা পুলি বানিয়ে আত্মীয় স্বজনদের মাঝে পরিবেশন করেন।

সদরের বড়বালিয়া আদিবাসী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক অমল টুডু জানান, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে ঐতিহ্যকে আরও জাঁকজমকভাবে তুলে ধরা সম্ভব। তাহলেই নতুন প্রজন্মের কাছে আমাদের কৃষ্টিকালচার তুলে ধরা যাবে।